Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিনামূল্যে অনলাইনে আয় বিষয়ক ৫ দিন ব্যাপী Web Design বিষয়ক প্রশিক্ষণ আগামী ২২-২৬ সেপ্টেম্বর সকাল ৯:০০ হতে বিকাল ৫ টা পর্যন্ত রংপুর জেলা পরিষদ অফিসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণায় এবং জেলা প্রশাসনের আয়োজনে বিনামূল্যে অনলাইনে আয় বিষয়ক ৫ দিন ব্যাপী Web Design  বিষয়ক প্রশিক্ষণ আগামী ২২-২৬ সেপ্টেম্বর সকাল ৯:০০ হতে বিকাল ৫ টা পর্যন্ত  রংপুর জেলা পরিষদ অফিসের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। 
উক্ত ট্রেনিং-এ অংশগ্রহণ করতে ইচ্ছুকদেরকে www.centrenic.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের পর পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ল্যাপটপ, মডেম, পাসপোর্ট সাইজের ছবির সফট কপি এবং ভোটার আইডি/ পাসপোর্ট /  যে কোন আইডি কার্ড সঙ্গে আনতে হবে।
আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহী প্রার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ  করা হচ্ছে।

সকল ইউআইএসসি অপারেটর ও ইউএনওদেরকে অফিসের নোটিশ বোর্ডে সংযুক্ত নোটিশটি টানানোর
জন্য অনুরোধ করা হলো।
 

 

3.%20Information%20on%20Special%20Skill%20Training.pptx

4.%20BIGGOPTI%20Adv.docx

ডাউনলোড
প্রকাশের তারিখ
13/02/2013